Top Newsফুটবল টুর্নামেন্ট চলাকালীন আলোকস্তম্ভ ভেঙে বিপত্তি, গুরুতর আহত একাধিক

ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আলোকস্তম্ভ ভেঙে বিপত্তি, গুরুতর আহত একাধিক

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আলোকস্তম্ভ ভেঙ্গে গুরুতর জখম হলেন প্রায় ২০ জন দর্শক। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার সরবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভগবানপুর থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা জমে উঠতেই মাঠে ভিড় করেন প্রচুর দর্শক। হঠাৎ টুর্নামেন্ট চলাকালীন মাঠে লাগানো আলোকস্তম্ভ উপড়ে দর্শকদের উপরে পড়ে যায়। ঘটনায় গুরুতর প্রায় ২০ জন দর্শক। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের চন্ডিপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।