Top NewsBREAKING: মাকে 'খুন' গুণধর ছেলের! কেন ?

BREAKING: মাকে ‘খুন’ গুণধর ছেলের! কেন ?

নিজস্ব সংবাদদাতাঃ ধারালো অস্ত্রের সাহায্যে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করল গুণধর ছেলে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার অন্তর্গত বৈদিক ভিলেজের আবাসনে। মৃতের নাম দেবযানী মজুমদার। বয়স ৫৮ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাট এলাকার বৈদিক ভিলেজের একটি আবাসনে দেবযানী মজুমদার এবং তার ছেলে সৌমিক মজুমদার থাকতেন। হঠাৎই স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে আবাসনের দরজা থেকে রক্ত চুঁয়ে পড়তে দেখেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে কৌতুহলী মানুষজন ওই আবাসনের সামনে ভিড় করেন। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদে উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত করা হচ্ছে তাঁর। এদিকে বক্তব্যে অসঙ্গতি থাকায় আবাসন থেকেই মৃত পৌঢ়ার ছেলে সৌমিক মজুমদারকে পুলিশ গ্রেফতার করে। থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গত কয়েক বছর আগে ওই যুবক কাজ হারিয়েছেন। তার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। তারপরেই নিজেই এই ঘটনা ঘটিয়েছে। তবে শুধু কি মানসিক অবসাদে মাকে খুন করল ছেলে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? তার পুরো তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।