Top Newsমেদিনীপুরে দিলীপ ঘোষের এসপি অফিস ঘেরাও কর্মসূচি, বাধা পুলিশের

মেদিনীপুরে দিলীপ ঘোষের এসপি অফিস ঘেরাও কর্মসূচি, বাধা পুলিশের

নিজস্ব সংবাদদাতা: সারা রাজ্য জুড়ে অপশাসন, পুলিশের অত্যাচার, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগ তুলে বিজেপির যুব মোর্চার ডাকে আইন অমান্য আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয় আজ। মেদিনীপুরের এলআইসি মোড়ে আয়োজন ছিল এই কর্মসূচির। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত, যুব মোর্চার জেলা সভাপতি আশির্বাদ ভৌমিক সহ অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে উঠতে পুলিশ সুপারকে তীব্র আক্রমণ করেন সাংসদ দিলীপ ঘোষ। এরপর এসপি অফিসের দিকে এগিয়ে গেলে অফিসের গেটে পুলিশ তাদের বাধা দেয়। এরপর বিজেপির নেতা কর্মীরা কিছুক্ষন বসে বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে যায়। পুলিশ সুপার ধৃতিমান সরকার অভিযানের আগে নিজে রাস্তায় হেঁটে ঘুরে দেখেন। আটসাঁটো করা হয়েছিল নিরাপত্তা। এসপি অফিসের রাস্তায় একাধিক সিসি ক্যামেরা বসানো হয়। ১৪৪ ধারা জারি ছিল এসপি অফিস সংলগ্ন ২০০ মিটার এলাকা জুড়ে।