নিজস্ব সংবাদদাতা: নারী দিবসে মহিলাদের বিশেষ সম্মান জানাতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ। তাই আজ আন্তর্জাতিক ‘নারী দিবসে’ মহিলা কর্মীদের হাতে রেল পরিচালনার ভার তুলে দিল কর্তৃপক্ষ। টিকিট বিক্রি থেকে টিকিট পরীক্ষা, এমনকী বিশেষ ক্ষেত্রে রেল চালনার গুরু দায়িত্বও দেওয়া হয়েছে প্রমীলাবাহিনীর হাতে।
শুক্রবার ভোরে কাউন্টার খুলে যাত্রীদের স্বাগত জানান মহিলা বুকিং কর্মীরা। এইকারণে সব কাউন্টারে মর্নিং শিফটের দায়িত্বে মহিলা কর্মীদেরই রেখেছে রেল। রিজার্ভেশন কাউন্টারগুলিতে টিকিট সংরক্ষণের ক্ষেত্রেও যাত্রীদের মুখোমুখি হচ্ছেন মহিলা কর্মীরা।
ট্রেন ছাড়ার আগে পর্যন্ত যাবতীয় তদারকি পর্বে তো বটেই, এমনকী ট্রেনে কর্তব্যরত সব কর্মীই মহিলা। এদিন খড়্গপুর রেলের হিজলি স্টেশন থেকে একটি পার্সেল এক্সপ্রেস ট্রেন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি নারীশক্তির পরিচালনা করেন। ট্রেন চালান মহিলা ড্রাইভার, সিগন্যাল দিলেন মহিলা পার্ক, যাত্রীদের টিকিট পরীক্ষা করলেন মহিলা টিটিই। এমনকী নিরাপত্তার জন্য মোতায়েন ছিলেন আরপিএফের মহিলা কর্মীরা।