Top Newskharagpur: ছানা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীর...

kharagpur: ছানা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীর মৃত্যু

খড়গপুর: ছানা বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের এক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে খড়গপুর গ্ৰামীণ থানার চৌরঙ্গী থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিদ্যাসাগর ইন্ড্রাসট্রিয়াল পার্কের সামনে ওটি রোডে। পুলিশ জানিয়েছে মৃতের নাম চন্দন শর্মা (৩০)। বাড়ি খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ছোটো আয়মা এলাকায়। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার আগেই খড়গপুর টাউন থানার পুলিশ পিকআপ ভ্যান সহ চালককে আটক করে। পরে পুলিশ চালককে গ্ৰেপ্তার করেছে। ধৃতের নাম অমর মন্ডল। বাড়ি খড়িদা মন্দিরতলা এলাকায়। জানা গিয়েছে এইদিন জেলা পরিবহন দফতরের পক্ষ থেকে ওটি রোডে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষার অভিযান চলছিল। সেই সময় ছানা বোঝাই এই পিকআপ ভ্যানটি চৌরঙ্গীর দিক থেকে আসছিল। তখন এই পিকআপ ভ্যানটিকে আটকাতে গেলে অসামরিক প্রতিরক্ষা দফতরের এই কর্মীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীদের এইভাবে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষার কাজ করানো যায় কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এই ব্যাপারে জানার জন্য জেলাশাসক খুরশিদ আলি কাদরিকে ফোন করা হলে তাঁর ফোন নম্বরটি ফরোয়ার্ড হয়ে যায়। ফলে তাঁর কোনও বক্তব্য পাওয়া যায় নি। তবে ঘটনার জেরে বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।