General Newsপ্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মঘাতী নাবালিকা

প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মঘাতী নাবালিকা

SBN NEWS: একাদশ শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার পিংলা থানার গোকুলচক এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তনুশ্রী সামন্ত (১৭)। মৃতা পিংলা থানার জলচক বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে ওই নাবালিকা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান। যদিও রবিবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। তাই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়।

সেই সময় বাড়িতে সকলে কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির সকলে খোঁজখবর নিতে শুরু করেন। তখনই নজরে পড়ে ওই নাবালিকা বাড়ির একটি ঘরে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রবিবার খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পর ওই নাবালিকার শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত নাবালিকার দাদু হরিপদ সামন্ত জানিয়েছেন, “নাতনি সম্ভবত প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছে।” কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কান্নায় ভেঙে পড়েছে মৃতার পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।