SBN DIGITAL: এক সময় ছিল সুখের সংসার। সংসার জীবনের ছন্দপতন ঘটে একুশের বিধানসভা নির্বাচনের আগে। তারপর থেকেই দু’জনের তিক্ত সম্পর্ক বারংবার উঠে এসেছে শিরোনামে। লোকসভা নির্বাচনের ময়দানে এই ‘দুই’ এবার প্রার্থী। একজন লড়বেন বিজেপির টিকিটে, অন্যজন লড়বেন তৃণমূলের টিকিটে। অর্থাৎ বাঁকুড়া থেকে এবার মুখোমুখি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। আর এই দু’য়ের কটাক্ষে নির্বাচনী লড়াইতে উঠে আসছে তাঁদের প্রাক্তন সাংসারিক জীবন।
প্রাক্তন স্বামী নির্বাচনে প্রতিপক্ষ। তাতে কি ? রাজনীতির আবহে সবই যে সম্ভব তা যেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বক্তব্যে স্পষ্ট। এক জনসভা থেকে সৌমিত্র খাঁর উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনাদের এখানকার লম্পট, চরিত্রহীন, মাতাল, ধান্দাবাজ, মেয়ে নিয়ে পড়ে থাকা সাংসদ আবার টিকিট পেয়েছে। বিষ্ণুপুর লোকসভার একজন নাগরিক হিসাবে আমি তো সাংসদকে পাইনি। মিথ্যাবাদী লম্পট সাংসদের দাবি করেন তিনি ১০ কোটি টাকার নাকি কাজ করেছেন। কাজ কোথায়? শুধু মহিলা নিয়ে ফূর্তি? মানুষ ঠকিয়ে সেই পয়সা নিয়ে বিলাসিতা? গাড়ি, বাড়ি, সম্পত্তি আর রক্ষিতা নিয়ে শুধুই ফূর্তি। আমার মুখ যেন না খোলায়।’
প্রাক্তন স্ত্রী এত কথা বললেও, সৌমিত্রের গলায় কিন্তু তেমন কটু কথা শোনা যায়নি। শুধু তিনি বলেন, ‘ওটা কে বলেছে জানি না। আমি এসব কিছু জানি না।’