General NewsBREAKING: বাবা-মায়ের বকুনি খেয়েই আত্মহত্যার পথ বাছল কিশোর, সবং এলাকায় চাঞ্চল্য
BREAKING: বাবা-মায়ের বকুনি খেয়েই আত্মহত্যার পথ বাছল কিশোর, সবং এলাকায় চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতাঃ বাবা-মায়ের বকুনি খেয়েই আত্মহত্যার পথ বাছল কিশোর। গতকাল বৃহস্পতিবার (২৭.০২.২০২৫) রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মাধবচক এলাকায়। মৃতের নাম রুদ্র বর্মন। বয়স ১৮ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে রুদ্রের সঙ্গে তার বাবা-মার কথা কাটাকাটি হয়। তারপর অভিমানে ঘর থেকে বেরিয়ে যায় সে। পরবর্তীতে পরিবারের সদস্যরা রাতেই এলাকায় খোঁজখবর শুরু করে। না পাওয়ায় বাড়ি ফিরে এসে বাড়ির ভিতরেই কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে। কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন।
তড়িঘড়ি ওই কিশোরকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শুধুই কি বাবা মার সঙ্গে তর্কাতর্কির জেরে আত্মহত্যার পর বেছে নিল ওই কিশোর? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ! তা জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।