Top NewsTrain Accident: ঝাড়খন্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা
Train Accident: ঝাড়খন্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা
নিজস্ব প্রতিবেদক: ফের ট্রেন দুর্ঘটনা। গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের ১৮টি কামরা। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কী কারণে ট্রেন দুর্ঘটনা এখনও জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।