নিজস্ব সংবাদদাতা: মারাত্মক বাস দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এক বাইক আরোহী। তবে ওই বাইক আরোহী প্রাণে বেঁচে গেলেও বাসের ধাক্কায় বাইকটি ভেঙে দুমড়ে-মুচড়ে গিয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে শিউরে ওঠার মতো এই দৃশ্য।
জানা গিয়েছে, কেশিয়াড়ি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ভিডিয়ো তোলা হয়েছে। বাসস্ট্যান্ডের কাছে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎই বেসামাল হয়ে যায় বাইক আরোহী। বাইক থেকে পড়তে গিয়ে কোনওমতে বেঁচে যান তিনি। বাইকটি পড়ে যায়,তবে কিছুটা দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহী।
বাসের চাকায় পিষ্ট হয়ে ভেঙে দুমড়ে গিয়েছে মোটরবাইকটি। বরাত জোরে এ যাত্রায় বেঁচে গিয়েছেন বাইকে থাকা আরোহী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজেনরা শিউরে উঠেছেন এই দৃশ্য দেখে। অনেকেই বলেছেন বাস ও মোটর বাইক দুটোই দ্রুত গতিতে ছিল। এটা করা মোটেই উচিত হয়নি। উনিশ-বিশ হলেই মারাত্মক বিপদ হতে পারত। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইক ও বাসটিকে আটক করা হয়েছে।