SBN DIGITAL: সরকারি আবাসনের সামনে থেকে উদ্ধার হল বৃদ্ধার রক্তাক্ত দেহ। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের অদূরে দানেশ শেখ লেনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অশ্রুকণা মোদক নামে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে আবাসনের সামনে রাস্তার উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আবাসনেরই তিনতলায় থাকতেন তিনি। স্থানীয়রাই তাঁর স্বামী দেবব্রত বাবুকে খবর দেন। তিনি দোকানে গিয়েছিলেন। ছুটে এসে দেখেন তাঁর স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু হল বৃদ্ধার? তিনি কি আবাসনের ওপর থেকে কোনওভাবে পড়ে গিয়েছেন? বৃদ্ধার ছেলে সুব্রত মোদক জানিয়েছেন, তাঁর মা অসুস্থ ছিলেন। তিনি ঘরেই ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। ফলে তাঁর পক্ষে ছাদে গিয়ে সেখান থেকে পড়ে যাওয়া সম্ভব নয়। আর যদি ঘরের সামনের বারান্দা থেকেও পড়ে থাকেন তাহলে আবাসনের বারান্দায় সোজাসুজি পড়ার কথা কিন্তু তা না পড়ে তিনি আবাসনের পাশে প্রবেশ পথের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। কীভাবে বৃদ্ধা ওই জায়গায় পৌঁছলেন সেটাই বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। বৃদ্ধার মৃতদেহের পাশ থেকে একটি ছুরি পাওয়া গিয়েছে। এমনকী বৃদ্ধা যে ঘরে থাকেন সেখানেও রক্তের দাগ পাওয়া গিয়েছে। বৃদ্ধার যখন মৃত্যু হয় তখন আবাসনে কেউ ছিলেন না। বৃদ্ধার যখন মৃত্যু ঘটে তখন বৃদ্ধার স্বামী দেবব্রতবাবু সকালে অন্যান্যদিনের মতোই দোকানে গিয়েছিলেন।