Top Newsসিলিন্ডার খালি হয়ে গিয়েছে, অক্সিজেন কোথায় পাবে? বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে খোঁচা...

সিলিন্ডার খালি হয়ে গিয়েছে, অক্সিজেন কোথায় পাবে? বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতাঃ বামেদের কৃষক, শ্রমিক, খেতমজুর সংগঠনের আয়োজনে ব্রিগেড সমাবেশ। আজ রবিবার দুপুরে সমাবেশে প্রধান মুখ হতে চলেছেন সংগঠনের নেতানেত্রীরা, যাঁরা তেমন জনপ্রিয় নন। বন্যা টুডু থেকে নিরাপদ সর্দার, অনাদি সাহুরা বক্তব্য রাখবেন। পরিচিত বক্তা বলতে একমাত্র সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা দিলীপ ঘোষের। শনিবার রাতে খড়্গপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে খোঁচা দিলীপ ঘোষের। তিনি বলেন, বামেদের সিলিন্ডার খালি হয়ে গিয়েছে। অক্সিজেন কোথা থেকে পাবে ? ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি আছে। পাশাপাশি তিনি বলেন, গত ইলেকশনের আগে সব শরিকদলকে নিয়ে ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট, কি লাভ হয়েছে? এদিকে দিলীপ ঘোষের বিয়ের পর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন। কটাক্ষের সুরে বলেছিলেন, দিলীপবাবু নতুন জীবন ভালো হোক। আশা করবো নতুন বৌদি দিলীপবাবুর মুখে একটু মধু ঢালার ব্যবস্থা করবেন। পাল্টা দিলীপ ঘোষ বলেন, উনি কোনদিন মধু খেয়েছেন? আগে তো উনি খান। তারপর অন্যকে বলবেন। উনি কি খান আমরা জানি না। না হলে উল্টাপাল্টা বকেন কেন? বৌদিকে জ্ঞান দিতে হবে না। এদিকে খড়্গপুরে ডান-বাম সমস্ত দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে রেল। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলো তো আর ভাঙতে পারবেনা। টিএমসি অফিস ভাঙতে পারে কিন্তু। পেছনে লাগলে এরকমই হয়, আর আমি ভাঙ্গিয়েই ছাড়বো। মুর্শিদাবাদের যেমন ঘরছাড়া করেছে। এখানে সব টিএমসিকে ঘরছাড়া করে ছাড়বো। আমি প্রথম থেকে বলেছি আগে তৃণমূল নেতা প্রদীপ সরকারের অফিস ভাঙা হোক। তারপর আমি নিজে ভেঙ্গে দেবো সব। অনেকবার রেলের লোক গেছে কিন্তু তৃণমূলের অফিস ভাঙতে দেয়নি।