Top NewsMedinipur: ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও যুবক খুনের কিনারা করতে পারলো না জিআরপি

Medinipur: ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও যুবক খুনের কিনারা করতে পারলো না জিআরপি

নিজস্ব সংবাদদাতা: স্বামীর খুনের ঘটনায় এখনও ধোঁয়াশায় রয়েছেন স্ত্রী মুক্তারা বিবি। কারন শনিবার রাত পর্যন্ত খড়গপুর জিআরপি এই খুনের ঘটনার কোনও কিনারা করে উঠতে পারেনি। তবে এই ঘটনার পেছনে ভাসুরের একটি জেসিবি একজন মহিলার কাছ থেকে নিয়ে আসা ও সেই সংক্রান্ত একটি মামলা চলার ঘটনা রয়েছে বলে তিনি মনে করছেন। আর এই ঘটনায় বাবা ও দাদাকে বাঁচাবার চেষ্টা করছিলেন তাঁর স্বামী হাসিবুল রহমান। তারজন্য পুলিশি ঝামেলা এড়ানোর জন্য দিনের পর দিন তাঁর স্বামীকে বাড়ির বাইরে থাকতে হত বলে তিনি জানালেন।

আর বৃহস্পতিবার সেই মামলার জন্য ভোর চারটায় তাঁর স্বামী নগদ দেড় লক্ষ টাকা ও জেসিবির মামরা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফেরেননি। পরে শুক্রবার সকালে খবর পান বাখরাবাদ স্টেশনের কাছে তাঁর স্বামীর দ্বি খন্ডিত মৃতদেহ পাওয়া গিয়েছে। তিনি বললেন ” আমার স্বামীকে খুন করা হয়েছে।” অপরদিকে মৃতের কাকা তথা খড়গপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বললেন ” বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় আমি দুবার ফোন করেছিলাম।

ওর শ্বশুড় ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেনি। পরে অবশ্য রাতের দিকে ফোন বন্ধ হয়ে যায়। আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক।” তবে জিআরপি সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার পেছনে পরকীয়া যোগ থাকতে পারে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনার তদন্ত চলছে বলে এক আধিকারিক জানালেন।