Top NewsWest Medinipur: প্রতিবেশী দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

West Medinipur: প্রতিবেশী দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশী দেওয়র এবং বৌদির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। কোতোয়ালি থানার অন্তর্গত শহর লাগোয়া খাসজঙ্গল ফড়িংডাঙ্গা এলাকা থেকে নিয়তি মান্ডি (২৩), সমর মান্ডি (২০) দেহ উদ্ধার করে পুলিশ। নিয়তির স্বামী ভিন রাজ্যে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ঝন্টু মান্ডি সাথে নিয়তির বিয়ে হয়, তাদের একটি সন্তান রয়েছে। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে ঝন্টু। নিয়তির বাড়ি থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সকাল থেকে দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা গুরুবারি হেমব্রম বলেন, সকালে খবর পায় দেওয়র বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ কি জানা যায়নি, তবে নিয়তির একটি সন্তান রয়েছে, স্বামী ঝন্টু বাইরে কাজ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।