Top Newsমুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঝাড়খন্ড-বাংলা সীমান্ত শীল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ! তারপর ?

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঝাড়খন্ড-বাংলা সীমান্ত শীল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ! তারপর ?

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ঝাড়খন্ড-বাংলা সীমান্ত শীল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। DVC অনবরত জল ছাড়াই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় DVC এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী তিনদিন বাংলা ঝাড়খণ্ড বোর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কের উপর চিচড়া চেকপোষ্টে বাংলা ও ঝাড়খন্ড বোর্ডার সিল করল পুলিশ। ফলে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ঝাড়খন্ড থেকে আসার সমস্ত পণ্যবাহী লরি। এর পাশাপাশি সমস্ত পণ্যবাহি লরি দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়ছেন লরির খালাসি ও চালকরা। তারা জানাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় জল ও খবরের সমস্যায় পড়তে হচ্ছে।