নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকার বিয়ের আগেই প্রশাসনের তৎপরতায় বিয়ে আটকালেন আধিকারিকরা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেওয়া হয়। স্থানীয় ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের উচিতপুর গ্রামে দশম শ্রেণির ১৭ বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন করেন পরিবারের লোকেরা। বসন্তপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের ঠিকও হয়। সবং ব্লক প্রশাসন খবর পেয়ে দ্রুত পুলিস প্রশাসনের সহযোগিতা নিয়ে দুপুর ১টা নাগাদ নাবালিকার বাড়ি হাজির হয়। প্রশাসনের আধিকারিকরা নাবালিকার পরিবারের অভিভাবকদের বোঝান, আঠারো বছর বয়সের আগে বিয়ে আইনবিরুদ্ধ। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এক নাবালিকার বিয়ে তোড়জোর চলছিল বলে খবর আসে। পুলিসের সহযোগিতা নিয়ে আধিকারিকরা গিয়ে বিয়ে আটকান। নাবালিকার পরিবারের পক্ষ থেকে মুচলেকা দিয়েছেন। আগামী দিনে মেয়েটির যাতে পড়াশুনায় কোনও সমস্যা না হয়, তা নিয়ে সবরকম সহযোগিতা করা হবে।
Top NewsExclusive: সবং ব্লক প্রশাসনের উদ্যোগে রুখল নাবালিকার বিয়ে
Exclusive: সবং ব্লক প্রশাসনের উদ্যোগে রুখল নাবালিকার বিয়ে
121


