Top NewsExclusive: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বিজেপির মন্ডল সম্পাদককে শোকজ করল দল

Exclusive: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বিজেপির মন্ডল সম্পাদককে শোকজ করল দল

SBN NEWS: খড়গপুর বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে মন্ডল সম্পাদককে শোকজ করলো জেলা বিজেপি। দুদিনের মধ্যে শোকজের উত্তর চাওয়া হয়েছে, এমনই একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। খড়গপুর মন্ডল সভাপতি দ্বীপসেনা ঘোষের বিরুদ্ধে থানায়। এফআইআর করে মন্ডল সম্পাদক কুণাল সরকার। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় দ্বীপসেনা। সেই ঘটনার পর সোমবার জেলা সভাপতি সুদাম পণ্ডিত তার প্যাডে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন কুণাল সরকারকে। তাতে লেখা রয়েছে আপনাকে অবগত করা যাচ্ছে যে আপনি দলীয় নেতৃত্বকে না জানিয়ে আপনি আপনার মন্ডল সভাপতি দ্বীপসেনা ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। যার ফল স্বরূপ পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে। আপনার পার্সোনাল এই আচরন ভারতীয় জনতা পারি একজন একনিষ্ট কার্যকর্তা সুলভ নয়। তাই পার্টি আপনার বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেব না তার জানিয়ে আগামী দুদিনের মধ্যে এই পত্রের উত্তর দিন।