Top NewsBreaking: মন্দিরে বিগ্রহ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে ফেলল সবং...

Breaking: মন্দিরে বিগ্রহ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে ফেলল সবং পুলিশ!

নিজস্ব সংবাদদাতা: গ্রামের প্রাচীন জাগ্রত বগলাদেবী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় তৈরি হয়েছিল চরম উত্তেজনা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল সবং পুলিশ। উদ্ধার হল মন্দিরের পুজোর প্রাচীন অষ্টধাতুর মূর্তি সহ চুরি যাওয়া জিনিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে,পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায় একটি প্রাচীন বগলাদেবী মন্দিরে চুরি করতে যায় ডাকাতের দল।

চুরি হয় প্রাচীন মন্দিরের অষ্টধাতুর মূর্তি ও সেইসঙ্গে ব্রিটিশ আমলের ঘন্টা,কাসর সহ পুজোর নানা সামগ্রিক। ঘটনার কথা জানার পরই তৎপর হয়ে ওঠে ময়না থানার পুলিশ। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে ময়না থানার পুলিশ পিছনে ধাওয়া করেও ডাকাত দলকে ধরতে পারেনি। পরবর্তীতে প্রশাসনিক সূত্রে এই খবর সবং থানার পুলিশের কাছে পৌঁছায়। তারপরেই সবং থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক চঞ্চল সিংহর নেতৃত্বে বিশেষ দল গঠন করে ময়না লাগোয়া সবং এলাকায় ডাকাত দলের পিছু বাইকে নিয়ে ধাওয়া করে।

পরবর্তীতে ডাকাতের দল পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে একটি প্রাইভেট গাড়ি সবং থানার কাটাখালি এলাকায় ইট ভাটির কাছে ফেলে রেখে এলাকা থেকে চম্পট দেয়। এই ঘটনার পর পুলিশ ওই প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করে।

এবং ওই গাড়ির ভিতর থেকে প্রাচীন মন্দিরের অষ্টধাতুর মূর্তি সহ পিতলের জিনিসপত্র উদ্ধার করে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশ জানিয়েছে, ডাকাতের দলকে ধাওয়া করার সময় সবং থানার অন্তর্গত রুইনার, মোহাড় সহ একাধিক এলাকায় থাকা রাস্তার ব্যারিকেড ভেঙ্গে বেরিয়ে যায়। পাশাপশি ঘটনার সঙ্গে কারা জড়িত আছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।