Top Newsএক লাফে বাড়ল ভোজ্য তেলের দাম, রান্নার তেল কিনতে পকেটে ছ্যাঁকা!

এক লাফে বাড়ল ভোজ্য তেলের দাম, রান্নার তেল কিনতে পকেটে ছ্যাঁকা!

নিজস্ব প্রতিনিধি: এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। আলু-পেঁয়াজ ও ডালের পাশাপাশি এবার দাম বাড়ল ভোজ্য তেলের। যা আম জনতার কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। এহেন পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সূত্রের খবর, গত তিন দিনের মধ্যে একরাতে ক্রুড পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের বেসিক শুল্ক, শূন্য থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। যেখানে রিফাইন সয়াবিন তেল, পাম তেল এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে তা ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩২.৫ শতাংশ করা হয়েছে। সয়াবিন ও সূর্যমুখীর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সর্ষের তেলের দামও।

দুর্গাপুজোর আগেই এই হার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তার  ভোজ্য তেলের ৭০ শতাংশ অন্যান্য দেশ থেকে আমদানি করে। প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে পাম তেল এবং আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া এবং ইউক্রেন থেকে সোয়াইল এবং সূর্যমুখী তেল আমদানি করে। অতএব, কেন্দ্রের এইভাবে আমদানি শুল্ক বৃদ্ধির কারণে, বাইরে থেকে ভোজ্য তেল আমদানিও হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।