Top Newsসরস্বতী পুজোয় দেওয়া হল থার্মোমিটার-পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ সবংয়ের দশগ্রামের এই...

সরস্বতী পুজোয় দেওয়া হল থার্মোমিটার-পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ সবংয়ের দশগ্রামের এই ক্লাবের

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে চলছে বাগদেবী সরস্বতীর আরাধনা অন্যদিকে খেলাধুলো-সাংস্কৃতিক অনুষ্ঠান। তার‌ই পাশে চলছে রক্তদান শিবির। এমন উৎসবমুখর রক্তদান শিবির বেশ বিরল ব্যাপার। এমনই দৃশ্য দেখা গেল সবং এলাকায়। রক্তদান মহৎদান। বারবার এই কথাটা বলা হয়। তারপরও একটা বিরাট অংশের মানুষ রক্তদান করতে ভয় পান, আবার অনেক কুসংস্কারের বশবর্তী হয়ে রক্তদান থেকে শত হস্ত দূরে থাকেন। এদিকে প্রতিনিয়ত মানুষের চিকিৎসায় রক্তের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মেটাতেই প্রথাগত ছক ভেঙে আয়োজন করা হল রক্তদান শিবির।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সৃষ্টি সংঘের আয়োজিত এই অভিনব আয়োজনের সাক্ষী এলাকার সাধারণ মানুষ। রক্তের সঙ্কট মেটাতে বিভিন্ন সময়ে একাধিক জায়গায় আয়োজিত হয় রক্তদান শিবির। বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আবার কখনও বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবির করে থাকেন বহু মানুষ। তবে বসন্তর প্রাক্কালে সাধারণ মানুষ পিকনিকের আনন্দেই মজে থাকেন। তবে সামান্য ইচ্ছে ও মানসিকতা থাকলেই সমাজের কাজে যে এগিয়ে আসা যায় তা প্রমাণ করে দেখালেন দশগ্রাম সৃষ্টি সংঘের সদস্যরা।
সরস্বতী পুজোর প্রথম দিনে অর্থাৎ রবিবার (০২.০২.২০২৫) সৃষ্টি সংঘের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সৃষ্টি সংঘ ক্লাব সূত্রে জানা গিয়েছে, এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ। এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ ও থার্মোমিটার।