Top Newsপ্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তা খড়গপুর স্টেশনে, চলছে নাকা চেকিং
প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তা খড়গপুর স্টেশনে, চলছে নাকা চেকিং
নিজস্ব প্রতিবেদক: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর ভারতীয় রেল (Indian Railways)। শনিবার GRP ও RPF- এর যৌথ উদ্যোগে খড়গপুর স্টেশনে (KGP RAILWAY Station) চলে নাকা চেকিং। GRP ও RPF আধিকারিকদের নেতৃত্বে মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ দিয়ে খড়গপুর স্টেশন সহ বিভিন্ন ট্রেনে চলে তল্লাশি। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা।