Top NewsKharagpur railway station: লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ-ডাউন লাইনে...

Kharagpur railway station: লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ-ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল! ভোগান্তিতে রেল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে হাওড়া-খড়গপুর শাখার হাওড়ার পদ্মপুকুরের কাছে।
ডাউন তিরুপতি এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা পার্সেল কারের। যার জেরে হাওড়ার পদ্মপুকুরের কাছে লাইনচ্যুত হয়েছে দু’টি ট্রেনই। লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে ৩টি বগি। তবে ট্রেন খালি থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
এদিকে এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ,ডাউন লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। সকাল থেকেই খড়গপুর রেল স্টেশনে গন্তব্যস্থলে যাওয়ার জন্য পৌঁছেছেন যাত্রীরা।
ঘটনায় ব্যাপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। কেউ ভুবনেশ্বর, বালেশ্বর আবার কেউ বেলদা যাওয়ার জন্য দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায়। ইতিমধ্যে খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। তবে এখনও পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে।