Top Newsটলিপাড়ার জট কাটল না, দিনভর শুটিং বন্ধ

টলিপাড়ার জট কাটল না, দিনভর শুটিং বন্ধ

এসবিএন নিউজ: রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে পরিচালক ও ফেডারেশনের দ্বন্দ্ব মিটছে না টলিপাড়ায়। বরং শনিবার আচমকা বন্ধ রয়ে গেল শুটিং। তৈরি হয়েছে নতুন করে জট। যদিও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, আজ শুটিং বন্ধ হয়নি, কালও হবে। শুক্রবার রাতে স্বরূপ বক্তব্যে জানিয়েছিলেন, শ্রীকান্ত মোহতার পুজোর ছবিতে রাহুলকে তাঁরা ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবেই মেনে নিচ্ছেন। পরিচালক হিসাবে দায়িত্বে থাকবেন সৌমিক হালদারই। তবে শনিবার সকালেই শুটিং করতে এসেছিলেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্যরা। সেখানে রাহুলকে পরিচালক হিসাবে দেখেই কাজ বন্ধ করে দেন টেকনিশিয়ান অর্থাৎ কলাকুশলীরা। এরপর শুরু হয় টানাপোড়েন। স্বরূপের বক্তব্য, কথার খেলাপ হয়েছে। পরিচালকের আসনে সৌমিক নন, রাহুল। তাঁর সঙ্গে কলাকুশলীরা কাজ করতে রাজি নন। তবে উল্টো সুর পরিচালকদের গলায়। সেক্ষেত্রে একজোট রাজ থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায় বা অভিনেতা দেব। পরিচালকরাও যদি কাজ করা বন্ধ করে দেন তা হলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? প্রশ্ন তুলেছেন রাজ। শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন পরিচালকরা। নাহলে সোমবার থেকে তাঁরাও একইভাবে কাজ না-ও করতে পারেন। পরিচালকদের প্রতিবাদে রাজ-পরম- প্রসেনজিৎ-দেব ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরি, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন-সহ কমবেশি ১০০ জন পরিচালক অংশ নিয়েছেন বলে দাবি। তবে রাহুলের উপর নিষেধাজ্ঞা থাকবে কি না, তরজা চলছেই।তোলপাড় হচ্ছে সমাজমাধ্যমও। পরিচালকদের সংগঠন গিল্ড অনুমতি দিলেও বিভিন্ন কাজে যুক্ত এমন গিল্ডগুলির সম্মিলিত সংস্থা ফেডারেশন ছাড়পত্র পুরোপুরি দেয়নি। এটা নিয়েই চাপানউতোর। তবে যুক্তিও দিচ্ছে ফেডারেশন। স্বরূপ বিশ্বাস বিকেলে বৈঠক শেষে বলেন, ফেডারেশনকে ভুল বুঝবেন না। তাঁর স্পষ্ট মন্তব্য, “রাহুল মুখোপাধ্যায়কে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবেই দেখতে চায় ফেডারেশন।