Top Newsতামিলনাড়ুতে বড়সড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী

তামিলনাড়ুতে বড়সড় ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী

SBN DIGITAL: ফের ট্রেন দুর্ঘটনা। এবার মহীশূর-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল মালগাড়ির। অষ্টমী-নবমীর রাতে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর তিরুভাল্লুরে ঘটেছে ঘটনাটি। সংঘর্ষের পর অন্তত তিনটি বগিতে আগুন ধরে গিয়েছে বলে খবর। দ্রুত আগুন অন্যান্য কামরাতেও ছড়িয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে বাগমতী এক্সপ্রেস। ঘটনায় দুটি বগিতে আগুন লেগে যায়। লাইনচ্যুত হয়ে গিয়েছে ৪টি কামরা। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর গুম্মুদিপুণ্ডির কাছে কাভারাপেট্টাইতে। রাত ৮:৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সিগন্যালের সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। রেল দুর্ঘটনার জেরে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড় এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রীয় রেল মন্ত্রকের অপদার্থতা ও উদাসীনতা। এই নিয়ে দেশে বিরোধী দলগুলি তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে। তাদের বক্তব্য, চলতি বছরে ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা-সহ একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। অথচ সে ব্যাপারে কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। দেশবাসীর ট্রেন-যাত্রার নিরাপত্তা নিয়ে আদৌ ভাবিতই নয় মোদি সরকার।