Top NewsVote News: নারায়ণগড়ের খুড়শী অঞ্চলে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী জুন মালিয়া

Vote News: নারায়ণগড়ের খুড়শী অঞ্চলে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী জুন মালিয়া

নিজস্ব প্রতিনিধি: গ্রাম ধরে ধরে প্রচার করছে তনমূল প্রার্থী জুন মালিয়া। একইভাবে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থীও। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং লোকসভা নির্বাচনের জোর প্রচার করতে প্রান্তিক গ্রামীণ এলাকার বুথ ধরে ধরে কখনও হুডখোলা গাড়িতে প্রচার, আবার কখনও জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জেলার প্রান্তিক এলাকায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সপ্তাহের প্রথম দিন প্রচারেও কমতি নেই, রোদ গরমকে উপেক্ষা করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় প্রচার করলেন দুই প্রার্থী। সকাল থেকে এই মেদিনীপুর,খড়গপুর সহ একাধিক এলাকায় প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া নারায়ণগড় বিধানসভার অন্তর্গত খুড়শী অঞ্চল এলাকায় প্রচার সারলেন। সোমবার তিনি প্রথমে খুড়শী অঞ্চলের চন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। উক্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।