Top NewsGhatal: ড্যান্স হাঙ্গামার মঞ্চে তৃণমূল নেতার উদাম নৃত্যের ভিডিও ভাইরাল

Ghatal: ড্যান্স হাঙ্গামার মঞ্চে তৃণমূল নেতার উদাম নৃত্যের ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা: ড্যান্স হাঙ্গামার মঞ্চে তৃণমূল নেতার উদাম নৃত্য। তিনি আবার পেশায় শিক্ষক। সেই নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটালের আইএনটিটিইউসি-র জেলা সভাপতি সুশান্ত মণ্ডল পেশায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

ঘাটালের ঘোলাপান্নায় বুধবার ‘দাবাং কাপ’ ফুটবল খেলার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সেই সাংস্কৃতিক মঞ্চে নাচতে থাকেন শাসকদলের ওই নেতা। শিক্ষক এবং শাসক দলের নেতার সেই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তৃণমূলের নেতারা মদ খাবে, মহিলাদের নিয়ে সাবার সামনে নাচবে এটাই স্বাভাবিক। এটাই ওদের কালচার। তিনি আবার পেশায় শিক্ষক!’

তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত বলেন, ‘নাচ মানেই খারাপ নয়। তার নাচের মধ্যে খারাপ কিছু, কোনও অশালীনতা আছে কিনা দেখতে হবে। খারাপ কিছু না থাকলে বলার কিছু নেই। আর বিরোধীরা সব কিছুতেই রাজনীতি খুঁজছে। আমি বলবো বিরোধী যারা মন্তব্য করছেন, তাঁরা নিজেদেরকে একবার আয়নার সামনে দাঁড় করাক।’

তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল অবশ্য স্বীকার করছেন, এমন ঘটনা না ঘটলেই ভালো হোত। তিনি বলেন, আসলে সারাদিন খেলার শেষে আমরা নিজেরা সন্ধ্যায় একটা অর্কেস্ট্রা, ড্যান্স হাঙ্গামার আয়োজন করেছিলাম। সেখানে আমরা নিজেরা একটু নাচানাচি, ভূর্তি করেছি। সেই ছবি কেউ তুলে ভাইরাল করবে তা ভাবিনি। অনুমান আমাদের দলেরই কেউ এই নাচের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে! তিনি বলেন, পিছনে লাগার লোকের অভাব নেই। হ্যাঁ আমি নেচেছি। আমি কোনও খারাপ অঙ্গভঙ্গিও করিনি, খারাপ আচরনও করিনি। এখন মনে হচ্ছে নাচটা না করলেই ভালো হোত। এত বিতর্কের মধ্যে পড়তে হতো না।’