Top Newsতৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ি ও গাড়ি ভাঙচুর, বোমা-গুলি

তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ি ও গাড়ি ভাঙচুর, বোমা-গুলি

SBN: জমি বিক্রির টাকা নিয়ে বচসার জেরে চলল গুলি, পড়লো বোমা। ভাঙচুর করা হল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ও গাড়ি। বাদ পড়লো না তাঁর প্রতিবেশীর বাড়িও। অন্যদিকে পাল্টা হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল সেই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ-শিকদারপুর। যদিও পুলিশের দাবি, এলাকায় কোনও গুলি বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য ডালিম শেখ ও তাঁর ছেলে মাসুদ আলিকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, একটি জমি বিক্রির টাকা সময়মতো না দেওয়াকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন ধরে প্রতাপগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাশিকুল ইসলাম ওরফে ডালিমের সঙ্গে সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সাকিম শেখের বিবাদ চলছিল। দু’জনেই একসঙ্গে জমি বাড়ি বিক্রির কাজ করেন। সম্প্রতি একটি জমি বিক্রি করে পাওয়া টাকার বড় অংশ ডালিম, সাকিমকে দিচ্ছিলেন না বলে অভিযোগ। এই ঘটনার জেরে রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই সময় দুষ্কৃতীরা ডালিমের এক প্রতিবেশীর বাড়িতে রাখা গাড়ি ও অন্যান্য জিনিসপত্রও ভাঙচুর করে বলে অভিযোগ। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাকিম শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। সাকিম টাকা চাইতে গিয়ে ডালিমের বাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ। পাল্টা অভিযোগ ডালিম ও তার ছেলের বিরুদ্ধে গুলি ও বোমা ছোঁড়ার। তাই তাঁদের পুলিশ গ্রেপ্তার করেছে। পঞ্চায়েত সদস্য ডালিমের স্ত্রী মসিদা বিবি জানান, “জমি বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল তার মধ্যে ২১ লক্ষ টাকা সাকিমকে দেওয়া হয়েছে। বাকি টাকা আমরা কিছুদিনের মধ্যেই দেব বলেছিলাম। সোমবার রাতে সাকিম ফোন করে আমার ছেলেদের একটি দোকানে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। তাদের লক্ষ্য করে গুলি চালায়। যদিও গায়ে লাগে নি। এর কিছুক্ষণ পর কয়েকজন দুষ্কৃতী এসে আমাদের এবং আমার এক প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালায়।” প্রতিবেশী হাবিবুর রহমান বলেন, “কয়েকজন আমার বাড়িতে ও গাড়ি ভাঙচুর চালিয়েছে। কিন্তু কারা এই কাজ করল এবং কেন করল আমি কিছুই বুঝতে পারিনি।” এ প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, “এলকায় অশান্তির পরিবেশ সৃষ্টির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”