Top Newsখড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ

খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: খড়্গপুরে ফের চললেও গুলি। আজ দুপুর ২:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার অন্তর্গত মথুরাকাটি ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বি সন্তোষ নামে এক তৃণমূল কর্মী।  তাকে গুরুতর আহত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। 

জানা গেছে আজ দুপুরে,ওই এলাকায় বসে বি সন্তোষ নামে ওই তৃণমূল কর্মী অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎই একটি বাইকে তিনজন দুষ্কৃতী এসে। আচমকাই পর পর চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী।  তড়িঘড়ি তার পাশে থাকা অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে ওই যুবককে গুলি করা হলো তা কোন পরিষ্কার নয়। ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে পারানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে খড়গপুর শহরে বারংবার একের পর এক গুলি চালানোর ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ?