Top NewsKGP: পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের

KGP: পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের

নিজস্ব সংবাদদাতা: দুটি পৃথক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী যুবক সহ একটি কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা দুটি ঘটেছে সোমবার বিকালে খড়গপুর গ্ৰামীণ থানা এলাকায়। সোমবার বিকালে নিজের স্কুটি চালিয়ে ঝাড়গ্ৰামের বালিভাষা থেকে ফিরছিলেন ৩৭ বছরের প্রতিবন্ধী যুবক গৌরাঙ্গ মাহাতো। সঙ্গে এক বন্ধু ছিল। পথের মাঝে খড়গপুর গ্ৰামীণ থানার কলাইকুন্ডা পেট্রল পাম্পের সামনে ৬ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয়েছে গৌরাঙ্গের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর বন্ধু। পুলিশ জানিয়েছে মৃতের বাড়ি খড়গপুর গ্ৰামীণ থানার সালুয়া এলাকায়। জানা গিয়েছে মুরগী নিয়ে আসার জন্য গৌরাঙ্গ তাঁর এক বন্ধুকে নিয়ে নিজের স্কুটি চালিয়ে বালিভাষায় গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক ম্যাটাডোরটি আটক করেছে। তবে চালক পলাতক। অপরদিকে সোমবার বিকালে খড়গপুর গ্ৰামীণ থানার চাঙ্গুয়াল এলাকায় রশ্মি মেটালিক্স কারখানার ছয় নম্বর ইউনিটে কর্মরত অবস্থায় একটি হাইড্রা মেশিনের তলায় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দিদির সিং (৩৬)। বাড়ি পাঞ্জাবের গুরুদাসপুর এলাকায়। জানা গিয়েছে এই শ্রমিক একটি হাইড্রা মেশিনে কাজ করছিলেন। তখন মেশিনটি উপর থেকে পড়ে গেলে তার নিচে এই শ্রমিক চাপা পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।