Top NewsACCIDENT: বেলদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার, এলাকায় শোকের...

ACCIDENT: বেলদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদকঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত নুরুচক এলাকায়। মৃত দুই ছাত্রের নাম মেঘনাথ জানা (১৮) ও সন্দীপ মাইতি (১৮)। মৃত দুইজনের বাড়ির ঠাকুরচক এলাকায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় বেলদা-কাঁথি রাজ্য সড়কে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় খাকুড়দা বাজার থেকে দুই কিশোর বেলদার দিকে যাচ্ছিল। সেই সময় বেলদার দিক থেকে দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি রাজ্য সড়ক ধরে কাঁথির দিকে যাচ্ছিল। ঠাকুরচক বাজার সংলগ্ন নরুচক এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই কিশোর। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর দুইজনকে রক্তাক্ত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাদের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে যানজট মুক্ত করে। পুলিশের প্রাথমিক অনুমান, দুটি গাড়ি দ্রুতগতিতে থাকার কারণেই দুর্ঘটনা হয়েছে। বোলেরো গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।