Top NewsKharagpur: খাদানে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি দুই পড়ুয়ার

Kharagpur: খাদানে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি দুই পড়ুয়ার

নিজস্ব সংবাদদাতাঃ সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত আরামবাটি এলাকায়। জানা গেছে, দুই পড়ুয়ার নাম আকাশ সিং চৌহান (‌১৭)‌ ও সঞ্জীব রাও (১৯)। দু’‌জনেরই বাড়ি খড়গপুরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ড এলাকায়। হিতকরণী হাইস্কুলের পড়ুয়া ছিল দু’‌জনেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু মিলে আরামবাটি এলাকায় মোরামখাদানে স্নান করার সময় সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে যায় দুই পড়ুয়া আকাশ ও সঞ্জীব। এদিকে ছেলেরা বাড়ি না ফেরায় দুই পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বাকি দুই বন্ধুর কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যায় দুই পরিবারের সদস্যরা। 

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবারই দমকল বাহিনীর কর্মীরা দেহ উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু রাতভর তল্লাশি চালিয়েও দুই পড়ুয়ার খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই পড়ুয়ার দেহ খুঁজতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, সাঁতার না জানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রকৃত কারণ জানতে খড়গপুর টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গে চলছে দেহ উদ্ধারের চেষ্টা।