SBNNEWS: মানসিক অবসাদের জের! এক নাবালক-সহ এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনা দু’টি ঘটেছে পিংলা থানার বরিষা ও খড়গপুর গ্রামীণ থানার কলাইকুন্ডা এলাকায়। সোমবার রাতে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক নাবালক পিংলা থানার বরিষা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ ধারা (১১)। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক দাদুর কাছে থাকত। দুই বছর আগে নাবালকের বাবা আত্মঘাতী হয়েছেন। আর মা তারও আগে মারা গিয়েছেন। ফলে ওই নাবালক একেবারে শিশু বয়স থেকেই দাদুর কাছে থাকত।
তবে ওই নাবালক কেন আত্মঘাতী হল তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, মা- বাবা হারা ওই নাবালক মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছে। অপরদিকে, আত্মহত্যা করেছেন এক কলেজ কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে খড়গপুর গ্রামীণ থানার কলাইকুন্ডা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অম্বরীশ মাহাতো (৩৪)। মৃত যুবক শালবনি এলাকায় একটি কলেজের কর্মী ছিলেন। মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরেই তিনি এমনটা ঘটিয়েছেন।