SQUARE BY NEWS: ২০২৫-এ দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আপ-কে হারিয়ে ২৭ বছর পর দিল্লি জয় করেছে বিজেপি। নির্বাচন কমিশন বলছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৪৮ টি আসনে জয় পেয়েছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি জয়ের স্বাদ পেলেন নরেন্দ্র মোদি। দিল্লির বিধানসভা ভোটে জিতে দিল্লিবাসীকে ‘উন্নয়নের গ্যারান্টি’ দিলেন তিনি। নিজ দলের এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন। সমাজমাধ্যমে এক পোস্ট করে দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদি। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান।
লেখেন, ‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত’। প্রতিশ্রুতিও দেন দিল্লিবাসীকে, লেখেন, ‘দিল্লির উন্নয়নে আমরা কোনোরকম ঘাটতি রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি’।
‘উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না’, দিল্লিতে জয়ের পর লিখলেন নরেন্দ্র মোদি
