SBN NEWS: বৃষ্টির পর ফিরল শীতের আমেজ। রাতের তাপমাত্রা ফের নামতে শুরু করেছে। কুয়াশার দাপটে সকালে জাঁকিয়ে ঠান্ডা মিলছে। ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আজ, রবিবারও দক্ষিণবঙ্গে সাত জেলায় বৃষ্টি চলবে। সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। পরের দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি একটু বাড়বে। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ওই দুদিন বৃষ্টিপাত হবে। সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। বৃষ্টির জেরে আকাশ দিনভর মেঘলা থাকবে। বৃষ্টি চলাকালীন একদিন দিনের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল। তবে রাতের তাপমাত্রা বেড়ে যায়।
সপ্তাহ শেষে ফের রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে। ১৭ ডিগ্রি সেলসিয়াসে থাকা রাতের তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। কুয়াশার জেরে ট্রেন ও বিমান পরিষেবা ব্যহত হচ্ছে। আরও কয়েকদিন কুয়াশার দাপট চলবে। তাই সকালের দিকে যাত্রী ভোগান্তি অব্যাহত থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, রাতের পারদ স্বাভাবিক রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। বৃষ্টির জেরেরাজ্যে শীতের আমেজ ভরপুর রয়েছে।