Top Newsসাংবাদিকদের প্রবেশে 'নিষেধাজ্ঞা' কিসের গণতন্ত্র? মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপের

সাংবাদিকদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ কিসের গণতন্ত্র? মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপের

SBN: মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বৃদ্ধ এবং তাঁর ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাড়়িতে রাজ্যপাল আসতেই তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বলেন, ‘‘আমার সব হারিয়েছে। আমরা ঘুমোতে পারছি না। আপনি দয়া করে কিছু করুন।’’ দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদের মানুষের এমন অবস্থা তারা কাউকে ভরসা করতে পারছে না। তাই মাননীয় রাজ্যপাল গিয়েছেন। হাজার হাজার লোক রাস্তায় বসে আছে। উনার সঙ্গে দেখা করার জন্য যে দুঃখের কথাটা বলবে। পুলিশ দেখা করতে দেয়নি বলে তাদের কি ক্ষোভ আমরা দেখলাম। ওখানে কে কিরকম আছেন। রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু জানতে পারছি খুবই ভয়াবহ অবস্থায় আছে ওখানকার মানুষজন। বিএসএফ ওদেরকে বাঁচিয়েছে। না হলে বহু মানুষ মারা যেত এবং উদবাস্তু হয়ে যেত। সেজন্য তাদের আবেদন করছেন তারা। কিন্তু মুখ্যমন্ত্রী ওদিকে ঘুরেও তাকাচ্ছেন না। যে জিহাদিরা দাঙ্গা করেছেন তাদেরকে শান্তির দূত বলছেন। বিয়ে বাড়ি খেয়ে বেড়াচ্ছেন। উৎসব করে বেড়াচ্ছেন। একবার ওখানে গিয়ে দাঁড়ানোর তার বুকের পাটা নেই, দমও নেই। তার নেতারাও যাচ্ছে না। যে মানুষগুলো তাদের সেবা এবং প্রাণ দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের গণতন্ত্র ? কিসের রিপোর্টারদের অধিকার? বড় বড় গল্প দেন উনারা। মমতা ব্যানার্জি কি করছেন সারাদেশ দুনিয়া দেখছে। এরকম অমানবিক স্বেচ্ছাচারী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা কেন ভূভারতে আসেনি। দুনিয়ার সামনে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে।