SBN NEWS: ‘ডাইনি’ অপবাদ দিয়ে গ্রামছাড়া করতে লাগাতার হুমকি, তারপর ঘরে আগুন ধরানোর ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় এক আদিবাসী দম্পতি। অভিযোগের তির পরিবারের সদস্যদের বিরুদ্ধেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালা এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেফতার করা হয়নি। ভাই আর ভাইপোদের নাগাড়ে হুমকিতে সন্ত্রস্ত বছর সত্তরের সোম মার্ডির অভিযোগ, “তিন মাস আগে আমার ভাইপোর স্ত্রী ডায়েরিয়ায় মারা যায়। তারপর থেকেই আমাকে ‘ডাইন’ বলে বাড়িছাড়া করতে ও প্রাণে মারার চেষ্টা করছে ভাই ও তাদের দুই ছেলে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাদ মেটাতে দু’মাস আগে গ্রামের সালিশি সভার আয়োজন করেছিল পঞ্চায়েত। কিন্তু কোনও সুরাহা মেলেনি।
তারপর গত শনিবার রাতে সোম মার্ডির ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সে সময় উনি বা ওনার স্ত্রী ঘরে ছিলেন না। সোমবার রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন বলেন, “একটি আদিবাসী পরিবারে অশান্তি চলছে কয়েক মাস ধরে। তাঁদের খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে আদিবাসী দম্পতি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগোচ্ছে। তবে অভিযুক্তরা পলাতক।” ঘটনার সূত্রপাত, ২৯ অক্টোবর ২০২৩।
সোম মার্ডির ভাইপোর স্ত্রী ডায়েরিয়ায় মৃত্যু হয়। তারপর থেকেই সোমবাবু এবং তাঁর স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ ভাই সুফল মার্ডি এবং তাঁর ছেলে মংলু মার্ডির বিরুদ্ধে। গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্বাস আলির নেতৃত্বে সালিশি সভা বসে। তারপর বাড়িছাড়া করতে তৎপর হয় ভাই ও ভাইপো বলে অভিযোগ।