SBN NEWS: বিয়ের তিন মাসের মধ্যে নববধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। শ্বশুরবাড়ির মানসিক চাপে আত্মঘাতী হওয়ার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইয়াসিন আশরাফ, আরিফ মোমিম এবং নাশিলা বিবি। তাদের বাড়ি বাঘমুন্ডির হুড়মদা গ্রামে। আজ শনিবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হবে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে শ্বশুর বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নব বধূ কুলসুম সাদ্দিকীকে দেখতে পান তার শ্বশুর বাড়ির লোকজন। পরে উদ্ধার করে ওই বধূকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই মহিলাকে মৃত ঘোষণা করেন। ওইদিন ঝালদা ১ ব্লকের বিডিও মদন মোহন মুর্মুর উপস্থিতিতে দেহটি সুরতহাল হয়। অতিরিক্ত পনের দাবিতে শ্বশুর বাড়ির চাপে মেয়ে আত্মঘাতী হয়েছেন এই অভিযোগ তুলে শনিবার ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা তথা নিহত বধুর মা নাসিমা খাতুন বাঘমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।