খেলাSBN NEWS: সুপার কাপের প্রথম ম্যাচেই জয় মোহনবাগানের

SBN NEWS: সুপার কাপের প্রথম ম্যাচেই জয় মোহনবাগানের

SBNNEWS: সুপার কাপের প্রথম ম্যাচেই জয় পেল মোহনবাগান। মঙ্গলবার, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকান এফসিকে ২-১ গোলে হারাল হাবাসের ছেলেরা।

আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। ম্যাচের ২৮ মিনিটে, পেনাল্টি থেকে শ্রীনিধিকে এগিয়ে দেন উইলিয়াম। কিন্তু হাল ছাড়েনি মোহনবাগান। খেলার ৩৯ মিনিটে, জেসন কামিংসের গোলে সমতা ফেরায় বাগান শিবির। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।

দ্বিতীয়ার্ধেও বেশ উপভোগ্য খেলা হয়। তবে বেশ লম্বা সময় ধরে কোনও গোল আসেনি। শেষপর্যন্ত, ৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান।

টুর্নামেন্টের গ্রুপ-এ’তে রয়েছে মোহনবাগান। এই গ্রুপে শ্রীনিধি ডেকান ছাড়াও ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ এফসি রয়েছে।