Top Newsপ্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মঘাতী যুবক
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মঘাতী যুবক
SBN NEWS: আর কটাদিন বাদেই বাড়ির ছেলের বিয়ে। সেই উপলক্ষে সাজ সাজ রব বাড়িতে। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। যার বিয়ে, সেই যুবক প্রেমপ্রস্তাব দেয় প্রতিবেশী এক নাবালিকাকে। নাবালিকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে রাস্তার উপরই হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করল যুবক। রক্তাক্ত অবস্থায় নাবালিকা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে যুবক বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষঙ্গঞ্জ থানার চৌগাছা এলাকায়। মৃতের নাম সুবীর ঘোষ (২৯)। ঘটনার পর থেকে শোকে মুহ্যমান মৃতের মা। বিলাপ করতে করতে বারবার বলছেন, আগে জানলে অন্য কোথাও ছেলের বিয়ে ঠিক করতাম না। বিয়ের আগেই এই ঘটনায় বাকরুদ্ধ পাড়া-প্রতিবেশীরাও।