Top NewsBREAKING: সবংয়ে অসহায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার যুবক!

BREAKING: সবংয়ে অসহায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার যুবক!

নিজস্ব সংবাদদাতা: চুরির প্রতিবাদ করায় এক অসহায় পরিবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এক যুবকে গ্রেফতার করলো পুলিশ।  প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথ চক এলাকার দিন আনে দিন খায় পরিবারের একমাত্র সম্বল গুরুপদ বর্মন। বাবা হারা সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী,মানসিক ভারসাম্যহীন মা ও মামাকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতেন। গত শনিবার অসহায় ওই যুবক গুরুপদ বাড়ি থেকে এলাকায় ভিক্ষা করতে বেরিয়ে যায়। সেই সময় তার বাড়িতে ছিল মানসিক ভারসাম্যহীন মা পঞ্চমী বর্মন ও মামা ক্ষুদিরাম বর্মন।  সেই সুযোগেই এলাকার কয়েকজন দুষ্কৃতী বাড়ির ভিতরে ঢুকে টাকা পয়সা সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে গুরুপদ এই ঘটনা জানতে পেরে এলাকায় গিয়ে প্রতিবাদ শুরু করে। তখনই দুষ্কৃতীরা তার হাত পায়ে দড়ি বেঁধে বেধড়ক মারধর করে এবং হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ।  এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। দুইদিন তার চিকিৎসা চলার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে গুরুপদ বর্মন নামে আহত ওই যুবককে এম্বুলেন্স করে নিয়ে এসে সবং থানায় দারস্ত হয়। তারপরে আহত গুরুপদ বর্মন মামা ও এলাকাবাসীর অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।   সবং থানা পুলিশ সূত্রে জানা গেছে,গুরুপদ বর্মন নামে যুবককে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার ঘটনায় পিন্টু বর্মন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে বুধবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়েছে।